তুমি বাগান মালী আগাছা ভেবে
যখন ছিড়লে পাতা ভাংলে ডাল
শুকোতে কান্ড করলে বন্ধ পানির ঢাল
ছিড়লে বাকল তুললে পিঠের শক্ত ছাল!
তখন তোমার সুখের সময়
সরিয়ে বেড়া বুকের মধ্যে অমন অথৈই ঢেউ
তুলেনি কেউ?
দেয়নি দোলা বৃহন্নলা অপার আনন্দ?
তুমি গুন গুন গেয়ে গান ভাটিয়ালি মাঝি মাল্লা
করনি পাঠ কাঠখোট্টা প্রেমের কবিতা?
পাওনি ছন্দ?


২০/০৬/২০২২
চট্টগ্রাম।