যে পথে কেউ হাঁটেনি কোনদিন
যে পথে পরেনি কখনো কারো চরণ,
আমি মিছে খুঁজি তাতে তার চরণধূলি
তবুও কাছে ডেকে কেউ করেনি বারণ।
আমি সীমানা ছাড়া সবুজ ঘাসের মাঠ,
শেষ বিকেলে মানব শূন্য রঙ্গ ভবের হাট,
ধূলি উড়া পথের ধার শূন্যতায় করে চিৎকার,
কোথায় খুঁজিনি তাকে তার চিহ্ন সব করে একাকার?


সবুজ শস্য ক্ষেতের আইল হেঁটে বহু মাইল
গিয়েছি সূদুর খুঁজেছি তার চরণধূলি করে হাহাকার,
না-পেয়ে হাঁটু গেড়ে চেয়েছি জানতে স্ব-বিনয়ে
মাথা উচু কালের সাক্ষী বুড়ো বৃক্ষে বারং বার,
এইখানে ঠিক এইখানে, বলো একবার
কতদিন কতকাল আগে ছিল তার পদভার?
মৃতপ্রায় নদীটায় ঠেকিয়ে মাথা খুঁজেছি অবিরত
একবার যদি আনাগোনা দেখা যায় তার।


উত্তরে গিয়ে হিমালয় দক্ষিণে সারা জঙ্গলময়
পূর্বে বিরানভূমি পশ্চিমে শান্ত ধীর জলাশয়,
খুঁজেছি মাথার উপর তেজমাখা সূর্যের সীমানায়
পাইনি তাকে, ছিলে শুধু দিনশেষে এই অনাথের কামনায়।
আমার বিষে ভরা নীল চোখ ভেঙে পরা মন
প্রকৃতির কাছে কতো চেয়েছে একটু প্রেরণা,
কেউ আসেনি দেয়নি খোঁজ তবুও খুঁজেছি রোজ
বলেনি কেউ মরিচীকায় খুঁজোনা মিথ্যে ঠিকানা।


০৩/০৩/২০২১