আগে তো অফিস যাবার সময় হলে লুকিয়ে
হাত খানি ধরতো তোমার পিছন থেকে জড়িয়ে,
আর এখন ইচ্ছে করে যদিও ধরি তোমার হস্ত
ছেলেমেয়ের দোহাই জোর করে নাও ছাড়িয়ে।
মুখে আবার উল্টো বলো,"আহা! হচ্ছেটা কি?"
আমি বুঝি তুমি সুপ্ত আগুনে একটু ঢাললে ঘি।
সেদিন যখন সন্ধা রাতে বললাম যেতে ছাঁদে,
দেখি দুজনে মিলে পূর্নিমা চাঁদ শূন্য গগনে।
তুমি বললে ভয়ে, "কক্ষনো না, লাগবে ঠান্ডা!"
যেনো তুৃমি আমি দুজনে এখন অন্য ভূবনে।
আগেতো থাকতে বসে মাদুর পেতে সাথেই
দ্বাদশ প্রহরেও যেতে ভূলে রাত্রির খাওয়া।
এখন ভালোবাসা কমে বয়সটা গেছে বেড়ে
নাকি পাওয়াটা বেড়ে কমে গেছে চাওয়া?
০৩/০২/২০২১
পুনে, ভারত।