সেই সে গাছটা এখনো আছে
দিচ্ছে অনেক ফল,
আষাঢ় মাসে নদীটা ভরে
উপচে উঠে জল!


শ্রাবন মাসের দুপুর বেলা, ঐ
চোখটা করে ছল,
মনে পড়ে আঁচলেই তুমি
মুছে দিতে জল।


হোঁচট খেলে গড়িয়ে পরলে
তুমিই দিতে বল,
হাতটা ধরে এগিয়ে নিতে
বলতে উঠে "চল"।


ক্ষুধা পেলে খাওয়াতে তুলে
ঘুমটা এলে কোল,
মাথায় দিতে বুলিয়ে হাতটা
সঙ্গে থাকতো দোল।


এই জীবনে পরম সে পাওয়া
যখন ছিলাম দল*,
এতো বছর পরে-ও তাইতো
চোখটা করে ছল।


*দলঃ একসাথে থাকার সময়টা।


১২/০৭/২০২২
ময়মনসিংহ।


উৎসর্গঃ আমার স্বর্গবাসিনী "নানু"কে।