বদ্ধ ঘরের বন্ধ কপাট
চোখে ঝুলে তালা,
আঁধার মাঝে আলো এলেও
সুখটা লাগে ঘোলা!


থাকতে নয়ন চোখের জ্যোতি
নেইনি আলোর খবর,
সুখটা কেমন কোথায় থাকে
কখন হলো কবর!


মাঝ দরিয়ায় ডুবলেও তরী
মাঝির চোখে তৃপ্তি,
থাকলে নয়ন দেখতে পেতাম
সেই সে আলোর দীপ্তি।


ধনী যখন দীন বলে
নিত্য ভোগে জ্বরে,
মুমিন তখন কেমন করে
আলো ছড়ায় ঘরে?


সেই সে আলোয় আঁধার খুঁজি
সুখটা রাখি দূরে,
চাই যে ফেরত চোখের জ্যোতি
ঈমান ভরুক নূরে।


১৭/১১/২০২২
ভেলোর, ভারত।