তুমি দক্ষিণা বাতায়নে অলকে বসে
ভাবিছো নিজেকে আলস্য মনে,
সায়হ্নে তোমার ললাটে পরিছে ধূলো
ঠিক কারো অবহেলা অযতনে।


সোনার মুকুটে দেখে প্রিয় বান্ধবী
ভেবোনা নিজেকে বঞ্চিত অনুরন্ধি,
আড়ালে আবডালে শত্রুতে শত্রুতে
জনেজনে কতোই তো করে সন্ধি।


ডানা মেলে ঘুড়ি যতোই উড়ুক গগনময়
আসন তবু তার নিজো ধরণী তলে,
বেসুরো পক্ষি সাজিলে গায়িকা মীনাক্ষী
পাবে টের যাতনা কাহাকে বলে।


বিজলি আলো ছড়ায়ো যদি রঙিন দ্যুতি
ক্ষণিক মোহে বেঁধোনা সঙ্গী আঁটি,
জেনো সেকরায় লাগে কেরোসিন প্রদীপ
নিজো জ্বলে জানায় অপরে খাঁটি।


মিথ্যে মরীচিকায় দেখে শত ফুল
ভেবোনা বৃক্ষে ফলিছে নিশ্চিত মুকুল,
জানোতো সবই ঠেকে চক্ষু ভ্রম,
কেবল প্রাণেতে থাকে সুগন্ধি বকুল।


১৪/০২/২০২১,
(অনুরন্ধি, মীনাক্ষী কল্পিত কারো নাম।)