তুমি যে চুলোর আগুনে ভেজে খাও
তাজা তাজা কবিতার সতেজ কাব্যরস,
সুরার পাত্রে নিংড়ে ঢালো রোজ রূপসীর রূপ
ঠোঁটে ছোঁয়াও উদোম দেহের সতেজ পাপড়ি
তুলো তৃপ্তির ঢেঁকুর,
মুগ্ধতায় করে বশ
নিজের করো লুকানো সোনা হীরে-জহরত
বিধাতার প্রসাদ ভেবে কেঁড়ে নাও
অন্য কারো ভোগের মসনদ।


আর আমি! সে চুলোর আগুনে পোড়াই
আমার দুশো-ষোল'টা হাড়, মাংস
আমার লম্বা চুল লালসার আল-জিহ্বা
দ্বৈপায়ন চোখের মনি
অশান্ত উর্বর মস্তিষ্কের কোটি কোটি স্নায়ুকোষ
নিত্যদিন জ্বালিয়ে নিজেকে পোড়াতে করি
হাজারো কসরত!


১৪/০৬/২০২২
চট্টগ্রাম।