কতো গল্পরা হারায় অজান্তে আড়ালে
শুধু ডায়রির পাতাটা জানে,
নষ্ট হওয়া সময়টার
হারানো মানে।


ভালোবাসা রং মাখা ছড়ানো ডালে
ভালোবাসাটা কোথায় সেই জানে,
ছিলো কি মূলে
নাকি মনে।


লাল নীল কালো কালিতে লেখা
আমার এলোমেলো সব কিছুতে
তুমি ছিলে শিরোমণি,
হৃদয় মাঝে।


ফুটবে বলে যে ফুল রেখেছিলাম
যত্ন করে আমার ফুলদানিতে,
ফুলও ফুটেনি দেখিনি
তোমায় হাসিতে।


ভালোবেসে লেখা আমার প্রথম কবিতা
আগের তুমিই ছিলে তাতে,
সেই তুমি এখনো
আছো, ডায়েরিতে।


লাল মলাট কতোবার ভিজেছে জলে
কতোবার শুকিয়েছি কাঠফাটা রৌদ্রে,
জানতাম অন্তত একবার
আসবে ভাদ্রে।


দেখা হবে ভাদ্রের ভরা শুক্লপক্ষে
তুমি হবে ভালোবাসায় সিক্ত,
আর আমি দিয়ে
হবো রিক্ত।


অথচ ঘুণ পোকার পেটের ক্ষুধায়
অযত্নে অবহেলায় হয়েছে ধূসর,
আরেকবার হলো প্রমান
সবই নশ্বর।


নশ্বর প্রেম নশ্বর মায়া মমতা
শুধু বিরহে থাকা সৃতি
কথা রাখে, ডায়রিতে
পুরোনো কৃত্তি।