অফিসে আমার সবচেয়ে অপছন্দের কলিগ
যে নিত্য খুঁজে আমার ভুল;
কোনটা অন্যায় কোনটা বেঠিক
রাতকানা আমি রাখি না তার খবর
ঘুমানোর আগে পড়ি কি সে রোজ নবীর সনে দূরূদ!
নাকি মধ্যরাতে জায়নামাজে দাঁড়িয়ে কাঁদে
একাকী পড়ে তাহাজ্জুদ!
নাকি খুব গোপনে জান্নাত কিনে
দানটা করে জনে জনে!
বেখবর আমি দেখি কেবল রুক্ষ ব্যবহার
আর তার বদ মেজাজ-ই
হয়তো ভালো, আমল গুনে খোদার সনে,
আর আমি পাপী বান্দা, ছিলাম যেমন আছি তেমন-ই।


০৬/১১/২০২২
চট্টগ্রাম।