দেখুন মশাই, চারের জিনিস বেঁচছে আটে!
বলে কিনা! "বেশ করেছি খাচ্ছি খেটে!"
দূর বেশি নয়, শতেক হাতের দূরের হাটে
যাচ্ছে পাওয়া অর্ধেকেতে ছয়ের পাঠে!


ব্যাটা ডাকাত! দু'টো টাকা নিচ্ছে লুটে?
বলি তোরও আসবে সময় ললাট তটে,
দেখিস তখন করবো কেমন! কেমন ঘটে?
ফাইল আঁটকে চাইবো টাকা দৃশ্য পটে।


বুঝবি তখন লাগে কেমন পরলে বাটে
বিনা পুঁজিয় ঠেকবে চাওয়া ঠিক সে ষাটে,
উসুল হবে তোর ডাকাতি বিনা চোটে
ঘটিবাটি তোর যা আছে নেবো লুটে।


(মর্ম কথাঃ পরের ছোট অন্যায়কেও আমরা বড় করে দেখি। অথচ নিজের বড় অন্যায়কেও অন্যায় ভাবতে পারি না।)


১৩/১১/২০২২
ভেলোর, ভারত।