যে আমি রোজ করি ধার....
আকাশ থেকে মেঘ বাতাস থেকে বেগ
চুপিচুপি সূর্য থেকে কিরণ
আমি কি কৃপণ?
চাঁদ থেকে কেঁড়ে নীল জোছনা
যে আমি রোজ মেটাই তোমার দেনা
আবার তোমা থেকে নিয়ে মুঠো মুঠো প্রেম
দূর্বাঘাসে পেতে নিজেরই বিছানা
যখন খুঁজি হেম আমার ঠিকানা,
আমি কি লোভী? খুব-ই!
আর তুমি তাতেই দেখো আমার সুখ?
অন্ধকারেও পাও কবিতার অনুপ্রেরণা!


১৮/০৭/২০২২
চট্টগ্রাম।