মরণ পথ যাত্রী তুমি যেদিন হলে বাসি ঐ আইসিইউ
দরজার বাহিরে কতো থাকি অপেক্ষায় দেখব হাসি,
           হাসতে হাসতে ফিরছো তুমি
        নিচ্ছো চিনে তোমার আপন ভূমি!
ফুটোতে দেখি মুখে বায়ু মাস্ক শরীর রয়েছে ঢাকা,
গোলাপি মুখটা হয়েছে ফেকাসে একটু যেন বাঁকা।


আমার যা কিছু আছে খোদা তোমায় দিলাম অর্ঘ
বিনিময়ে দাও তাঁর, মুখের হাসি এক টুকরো স্বর্গ।
      হে খোদা দাও ফিরিয়ে সেই সে হাসি
    থাকুক বেঁচে পরে হবে ভালোবাসা-বাসি।
আড়ালে ফেলে জল ব্যথায় কাতর শুনব কন্ঠস্বর,
দেখাও হাসি খানা তাঁর, যতোদিন বাঁচি জনমভর।


(পৃথিবীর সকল স্বামী-স্ত্রীর ভালোবাসা থাকুক বেঁচে।)
২৭/০৯/২০২১,
চট্টগ্রাম।