বাহিরে সাজ রঙচটা মৌলবি
ভিতরে আসল পাক্কা জুয়াড়ি
টাকা ছাড়া মুখে তোমার আসে না খোদার বুলি।
জনতায় যোদ্ধা ভীষণ ভালো বোদ্ধা
অথচ তুমিই মারো তেল রোজ বিকেল
কথা আর কাজে থাকেনা মিল দুঃসময়ে যাও ভুলি।


ডাক্তার কিংবা উকিল মোক্তার
সবাই এখন আঁটে ভীষণ ফন্দি
সেবাটা বাদ বিবেকটা তুলা থাক রাজনীতিটা করো সঙ্গী,
চোখে দিয়ে ধুলো সাজে অন্ধ
বিচারক তুমি বিচার করাই ধর্ম
রাজনীতিতে লিখে নাম তুমি কর অন্যায়, ন্যায়টা থাকে বন্দি।


শিক্ষা গুরু তুমি কর শিক্ষা দান
জগতে এর চেয়ে নাই কিছু মহান,
দলাদলি দালালিতে ভাবো তুমি শিক্ষাটা যাক রসাতলে।
সুখ সুখ করে তুমি খুঁজো স্বার্থ
মোহে ভঙ্গে দিনান্তে হও শুধু ব্যর্থ,
কৌশলে ন্যায় নীতি খোদাভীতি সত্যকে ডুবাও মিথ্যের জলে।


২৪/০২/২০২১
মিরসরাই, চট্টগ্রাম।