মনের ঘরে দুখের সাগর
কষ্টে করি স্নান,
কেউ জানে না মনের ভেতর
কখন উঠে তুফান!


চোখের জলে ঝড়টা আসে
একলা আমার হাঁটা,
মনের মাঝের বালু চরে
আবির মাখায় ভাটা।


সেথায় কেবল ছলাৎ ছলাৎ
উথলে উঠে জল,
কেউ দেখে না ভাঙা গড়ায়
কোথায় মনোবল!


দিনের শেষে তবুও খুশি
আমার আছে খোদা,
এই দুনিয়ায় নাইবা পেলাম
পরকালের সুধা!


৩১/১০/২০২২
চট্টগ্রাম।


(আমার ছেলেটা অসুস্থ! তাকে নিয়ে ইন্ডিয়া যেতে হবে চিকিৎসার জন্য। তাই দৌড়াদৌড়ি। আর একই কারণে সবার কবিতা পড়ে মন্তব্য করতে পারি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলতে পারেন, কবিতা লেখার সময় পাই কিকরে! আসলে কবিতা মনের কথাই। সেটা লিখলে মনটা হালকা হয়। তাই না চাইলেও কবিতা এসে যায়। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।)