তুমি বড় দুঃখ বিলাসী,
দুঃখ কর সাথী বড্ড ভালোবাসি।
আপন মনে তুমি ভেবে বস,
প্রেম নগরে তুমি-ই শুধু খালাসি,
আর সবাই তোমায় রাখে দয়া দাক্ষিণ্যে,
তুমি পরগাছা আপন প্রেম অরণ্যে।
আসলে তুমি পার বাজাতে শুধু দুঃখ বীণা হাসি,
তুমি খুব দুঃখ বিলাসী।


মেঘলা আকাশ দেখে তুমি ভাবো
সব সুখ তোমার গিয়েছে উড়ি,
ফেলে গেছে যা ছিল তার ঝঞ্জাল
এক আকাশে তুমি নিঃসঙ্গ একা এক ঘুড়ি।
একটু পর আকাশে উঠবে ঘূর্ণিঝড়
জলোচ্ছ্বাসে যাবে ভেসে তোমার শেষ সম্বল।
মিথ্যে ভয় তোমার কেড়ে নিয়েছে আত্মবিশ্বাসী হাসি,
আসলে তুমি দুঃখ বিলাসী।


একা থেকে ভয়ে মেঝেতে ভেঙে স্বচ্ছ দেয়াল
তুমি মনেতে টাঙাও রঙিন পর্দা বাহারি,
সন্ধার আলোটাকে ভেবে অন্ধকার ভয়ে তুলো কাঁপন
যদিও ঘরেতে তুমি নও একা হে নারী।
আড়ালে বসে লিখি যদি সুখ কাব্য
তুমি ভাবো সব হয়েছে পর সুখ নদীটায় হারিয়েছে নাব্য।
বেলা শেষে হাত ঠিকি ধরো শুধু থাকেনা মুখে হাসি,
আসলে তুমি দুঃখ বিলাসী।
৩১/০৩/২০২১.
খুলনা।