দুঃখ -১
----------
তুমি দুঃখ দেবে বলে মুখিয়ে থাকি
কখন ঝরে পানি কখন ঝড়ে ভাঙি।
      দুঃখ ব্যাথায় কাতর আমি
      তোমার পানে উন্মুখ রহি।
কখন হবে দয়া কখন দিবে ঢালি
সুরায় ঢালা দুঃখ গলায় দেব বলি।


দুঃখ-২
----------
মৃত্যু ক্ষুধা চাইনা আমি কভু,
        চাই শুধু জ্বলতে,
পুড়ে পুড়ে ছাই হতে চাই,
       হতে চাই সলতে।
কয়লায় পুড়ে অঙ্গার হতে চাই,
       চাইনা কিছু বলতে,
তুমি শুধু জ্বালিয়ে দিয়ো আগুন
     আমি খুব পারবো পুড়তে।


১০/০২/২০২১
চট্টগ্রাম, বাংলাদেশ।