সাদা ফুলে ভরে কালো খোঁপা
মুখটি কেন লাল! কেন তুমি আজ ভীষণ ক্ষ্যাপা?
আসবে বলে তীরে, ভীরেনি তরী?
দিচ্ছে যাতনা কতনা! ভাবছ, তোমায় দিল ধোঁকা?
পাজি নচ্ছর হতভাগা খেলছে খেলা!
এই যদি ভাবো! তবে কেন তারই জন্য হচ্ছো উতলা?
কেন আষাঢ় নামছে দুই চোখে
বুকে পাচ্ছো ভীষণ ব্যাথা, একটু হচ্ছে বলে অবহেলা!
আমি তো দেখি সময় আছে বাকি
হতেও পারে ট্রাফিক জ্যাম, আনেনি বাইকের চাবি,
সারাটা পথ আসছে হেঁটে ঘেমে
আর তুমি, সময় দেখে মনেমনে উল্টো আকঁছো ছবি।
হতেও তো পারে, কতো ঘুরে ঢাকা,
তোমার জন্যে আনছে কিনে তোমার প্রিয় দোলনচাঁপা,
হতেও তো পারে, আসবে বলে যেই হয়েছে বাহির
অমনি ভাগ্য হয়েছে পিষ্ট আর অনিষ্টের পেয়েছে দেখা।
০৫/১০/২০২১
চট্টগ্রাম।