আমি বুক পকেটে রাখিনা তোমার ছবি
               রাখি বুকের ভেতর,
কষ্ট পাও বলে কাছে থাকিনা দূরেই হাঁটি  
             অনুভবে রাখি আদর।


তুমি কথায় পাবে বলে ব্যথা টুঁটি চেপে ধরি
                নিজে নিজ মুখে,
কথায় না পারি দিতে রাজি প্রাসাদ সম বাড়ি
                শুধু রেখো দুখে।


কর্ণকুহরে দিয়ে তুলো দিতে পারো আড়ি
         কবির কন্ঠ তবুও রবে নিরব,
হারায়ে সব পথ যদি ডাকো করেছি শপথ
         পাশে পাবে চিরদিনই সরব।


প্রেম তৃষ্ণায় চাতক পথে ঘাটে পাবো অনেক
             তোমার মতো তেমন কই!
মিত্র না ভাবো শত্রু ভেবে দিয়োনা তাড়িয়ে
            লুণ্ঠিত ডাকাত আমি নই।


ভূলোকে নজর শূন্যে নয় দিয়ো অন্তর ভেতর
          সৌরভ সেথায় ছড়ায় আতর,
স্বাদ তুমি পাবে মিঠে জলে হয়ত কোন কালে
           হেলায় হারাবে স্বর্গের নহর।


২১/০২/২০২১