১. "দূরত্ব"


দূরত্ব বেশি হলে বন্ধন আলগা হয়ে যায়
কখনো কখনো ছিন্ন-ই হয়ে যায়।
আটত্রিশ হাজার ফুট উঁচুতে তাই নেটওয়ার্ক থাকে না
সিগনাল পাওয়া যায় না
দামী মোবাইল ঘড়ি অকাজের-ই হয় তখন।


২. "যখন সে পালায়।"


যখন সে পালায়, অন্ধকারময় আমার পুরো শরীর
কোলাহলও ছিলো; বেদনা তাড়িত
তাই নিভিয়ে প্রদীপ জ্বালিনি আলো খুঁজিনি তারে
কোথায় ভোর কোথায় আলো জগৎময়।
নিরবেই পাশ কেটে গেছি নীল জোছনা পদ্ম পুকুর
স্বেচ্ছায় পা মাড়িয়ে গেছি শিউলি ফুল,
স্বপ্নে দেখে মনিহার ভালোবেসেছি বনবাস।
যখন সে পালায় আমার বিবেক
আমি দেখেছিলাম অতো বড়ো ঘরে আমার বদ্ধ জানালা রুদ্ধ দ্বার
মাথার উপর আকাশটাও ক্রমশই যাচ্ছে গুটিয়ে
কেবল বেঁচে হাড্ডি কংকালময় আমার দীর্ঘশ্বাস।