দাঁড়ি টুপি সবই আছে,
               ঈমান টা নেই মনে,
লোকের ভয়ে নামাজ পড়ি,
               মসজিদে যাই দিনে।


নয়তো অমন কমায় ওজন,
               বেশি রাখি দামে!
মূল্য হ্রাস আর মূল্য ছাড়ে
               দামটা কি যায় কমে?


ভালোর সাথে মন্দ মেশাই,
               দুধটাতে দেই পানি!
তেলের সাথে রং মিশিয়ে,
               চালাই বলে ঘানি!


আসল বলে নকল টা দেই
               বিদেশ নামে দেশি,
সুযোগ বুঝে দামটা হাঁকাই,
               গলায় ঝুলাই ফাঁসি।


সব কিছুতে সবার আগে
               লাভটা দেখি গুনে,
ঈমান কোথায়? যখন তোমার
               পাপ টা ঠাঁসা মনে।


১৫/১১/২০২২
ভেলোর, ভারত।