গাছটার খোঁজ নিয়েছিলে তুমি?
সে-ই যে লাগিয়েছিলে! অনেক অনেক আগে।
আজ এতো বছর পর জানতে ইচ্ছে করছে,
কেমন আছে গাছটা? কেমন হয়েছে বড়ো?
নিশ্চয়ই অনেক হয়েছে মোটা অনেক বেড়েছে বেড়!
নিশ্চয়ই মাটির অনেক গভীরে ঢুকে লম্বা হয়েছে তার শিকড়?
আচ্ছা, রোজ খানা-পিনা সারের দানা দাও তো কিছু এনে?
না-কি বেমালুম যাও ভুলে, নাও না কোন খবর।


আমি তো শুনতে পেলাম তুমি অনেক আছো সুখে,
দামী গাড়ি ছোট্ট শহরে কয়েকটা মস্ত বড় ফ্লাট বাড়ি
এখন হরহামেশাই এদেশ ওদেশ বিদেশে দিচ্ছো পাড়ি
জব্বর কাটছে তোমার রঙিন দিন গুলি!
সুখও নাকি দিচ্ছে ঝিলিক তোমার চোখে মুখে।
তোমার পাওয়ার পাল্লাও নাকি অনেক ভারী? কয়েক মন!
সংখ্যায় গুনলে সেটা হবে হাজার কোটি শতেক!
বলি, গাছটার খোঁজ নিয়েছিলে তুমি?
ভালো আছে তো সেই গাছটা, তোমার বিবেক!


২৮/০৩/২০২২
চট্টগ্রাম।
(আমি অনেক দুঃখিত। দুদিন ধরে আগের মতো সময়ের অভাবে অনেক কবিতা পড়তে পারিনা। তাই সম্মানিত অনেক কবির কবিতায় মন্তব্যও করা হয়ে উঠে না।।