শুধু তোমায় ভালোবাসি বলেই
এখন আমি ভাই, রোজ করছি অফিস কামাই,
ইচ্ছে করেই চেয়ারে বেঞ্চে যেখানে যা পাই
থাকি বসে, জানি তো থাকতে হবে এই আমাকে ঘর জামাই।


বিশ্বাস কর শুধু তোমার জন্য
রোজ কিনছি সদাই, যাচ্ছি বাজার হরহামেশাই দিন প্রভাতে,
গুরুজনে খেয়ে বকা হাসছি সোজা
মুড়ো মাথা না নিয়ে পাতে, লবনে খাচ্ছি ভাত তৃপ্ত তাতে।


শুধু তোমার জন্যে
ফেলে দিয়ে নতুন জামা পড়ছি ছিঁড়েফোড়া পুরনো পাজামা,
শখের জিনিস নিলে কেউ কেড়ে এখন আর যাই না তেড়ে
যে যা-ই যতোই বকুক করে থাকি চুপ মনেমনে করছি ক্ষমা।


ভালোবাসি বলেই করজোড়ে
তোমার এলাকার পাতি মাস্তানকেও এখন ডাকতে হয় ভাই,
ওরাও জানে বিপদে বাঘ হয় হুলো বিড়াল
আর যদি থাকে বেচারা বোনের বর ঠিক ঘর জামাই!


০৭/১০/২০২১