দরজায় দাঁড়িয়ে কর্তা মহাশয়, হাঁকলেন জোরে,
ঃ কই, হলো তোমার?
    বেলা যে যাচ্ছে বয়ে।
    সূর্য হেললো বলে পশ্চিমে,
    যেতে হবে দূর গায়ে।
ঃ বলি, একটু দাড়াও,
    অতো চেঁচালে কি আর হয়!
    মেয়ে মানুষ পড়ছি শাড়ি
    একটু তো দেবে সময়?
ঃ তুমি তো জানতে!
     আজ খেতে যাবো দাওয়াত,
     তবুও দেরি! গেলে সবার শেষে
     পাতে জুটতে নাও পারে ভাত।
ঃ চুলটা আচঁড়ে করবো বেণী
    কপালে টিপ চোখে কাজল এই একটুখানি,
    নখে নেল পালিশ গালে মাখাবো স্নো
    আর হাতে একগোছা কাঁচের চুরি।
ঃ এ পাড়ার ছেলে বুড়ো সকলেই তো জানে,
     তুমি কতোটা সুন্দরী,
     তবে এতো সাজতে হবে কেন!
     তুমি এমনতেই মিষ্টি ভারী।
বলতে না বলতেই দরজায় হাজির গিন্নি। হঠাৎ তার পরলো মনে.....
ঃ ওমা! একি! গয়নাটা তো পরিনি?
    খালিও আছে কান!
    বলি, খাওয়াটাই কি সব?
    শেষে তুমিই তো বলবে রাখিনি সম্মান।
কর্তা মহাশয় হতাশ, বসে পরলেন ধপাস। রাগে দুঃখে করছেন হাস-পাস।
১০/০৬/২০২১
চট্টগ্রাম।