সন্ধা রাতে আচমকা উঠলো ভীষণ জ্বর
গিন্নি আমার, শীতে কাঁপছে থর থর।
হাকিম খুঁজে বৈদ্যি এনে দিলাম তুলে
গিন্নি আমার তাই খেলেন পানিতে গিলে।
খাবেন না বলে কিছু রইলেন চুপচাপ শুয়ে
কাঁথা মুড়ি দিয়ে হঠাৎ গেলেন ঘুমিয়ে।


মাঝ রাতে তন্দ্রা মাঝে লাগে হাতের ছোঁয়া!
কে যেন দিচ্ছে মুছে আমার উষ্ণ কায়া।
বকছিলাম নাকি প্রলাপ খুব জ্বরে জ্বলে
তাই করছিলেন সেবা নিজের-টাই ভুলে!
অসুস্থ শরীরে তুমি যখন কর স্বামী সেবা
আর অধম আমি ঘুমাই তখন কেমন বোকা!


ভালোবাসা কৃতজ্ঞতায় পরলো চোখের জল
তোমার মতোন গিন্নি, অনেক ভাগ্যের ফল।
- ০৫/০৮/২০২১
ময়মনসিংহ।