সন্ধ্যার আলোয় দেহটার অবয়ব বুঝা গেলেও
মুখটা চেনা যায় না, অপরিচিত-ই থাকে।
তবু এ ঘাটে চেনা-অচেনা বহু লোকের সমাগম ঘটে
তবু এ হাটে নিত্য দিন অপেক্ষায় থাকে
কেউ কেউ মোক্ষম সময়টার,
অন্ধকারেই ছুঁড়ে ঢিল হয় দেন-দরবার লেনা-দেনা
কেজি দর নিয়েও হয় মুলোমুলি,
ওজনেও দেখি পাল্লাটা থাকে কাটাকাটা
কতো সহজে-ই চলে বেচা-কেনা, বেচে সুখ
মোহ মায়া মমতা কালো ফর্সা রূপ
সঙ্গে থাকে ঝুরি ভর্তি হাসি, আনন্দ উল্লাস খুব,
শুধু সবটাই ধকল নয় আসল, নকল মিথ্যা
বেদনাও বেঁচে, নিংড়ে নেয় অব্যক্ত কষ্ট
অলখে নিলামেও তুলে চাপা কান্না আত্ম চিৎকার,
সত্যটা হলো
শেষ প্রহরে পন্যের দরটা থাকে পরতির দিকে
কারণ, কারো কারো যৌবন আর ফিরে না!


১৫/০৭/২০২২
চট্টগ্রাম।