এই আসরের সম্মানিত সকল কবিকে শুভসন্ধ্যা।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এবারের একুশে বইমেলা ২০২৫ইং এ আমার লেখা একটি গল্পগ্রন্থ "হেমন্তের দিনগুলি" প্রকাশিত হয়েছে চয়ন প্রকাশন থেকে।

"হেমন্তের দিনগুলি" গল্পগ্রন্থটিতে ১৩টি গল্প আছে। একেকটি গল্প একেক রকম। গ্রন্থটিতে যেমন আছে রম্যতায় ভরা হাসির গল্প, তেমনি আবার কোনোটায় আছে রহস্যে মোড়ানো শখের গোয়েন্দা গল্প। কোনোটায় পাবেন নিখাত প্রেম, আবার আছে জীবন থেকে নেয়া কঠিন বাস্তবতার কিছু গল্প। আশাকরি, গল্পগুলো পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।

উল্লেখ্য আমার আগের দুটি কাব্যগ্রন্থ পিরান(২০২৩) ও "মহিয়সী" (২০২৪)।