দিনময় হয়নি কথা শুভ্র সাদা মিষ্টভাষী চাঁদের সাথে
চাঁদ দিয়েছে আড়ি! বলবেনা কথা আর বাঁকা পথে।
            চাইলে দেখা পাবোই সোজা পথে
            আসতে নাকি হবে রাতের মাঝে।
রাঙাবদন আরো নাকি হয়েছে রক্তরাঙা একটু রাগে
হতোই দেখা, শুধু আসিনি কেন এই একটু আগে।


কথা সব-ই রেখেছি মাথার উপর সিঁকোয় তুলে
তুমি এলেই দেখা হলেই দেবো তোমায় সব ভূলে।
            দেখবো বলে সদা হাস্য মুখখানি
           দাঁড়িয়ে আছি সারা দিবস রজনী।
তুমি উঁকি দিবে বলে ফুটো করেছি খড়ের ছাওনি
তবুও হয়নি কথা দেখোনি ভিখারির চোখের চাহনি।


-১০/০২/২০২১
চট্টগ্রাম, বাংলাদেশ।