নির্বাচনে জিতে খেয়েছিলেন লাল পানি,
তাই নেতার চোখে পড়েছিল ক্ষণিক ছানি।
তখনকার-ই ঘটনা:


ঃ স্যার, এ অধম আপনার ভক্ত,
    একটু করি বিরক্ত?
ঃ বসো।। কি যে বল! আমি তোমাদের নেতা,
    বিপুল ভোটে আজ হয়েছে জেতা।
ঃ নির্বাচনে যা দেখালেন স্যার!
    একেবারে দ্বিগুণ ভোটে জিতলেন!
    অভিনন্দন।
    জনগনকে এবার কি কিছু বলবেন?
ঃ তেল দিয়োনা মিয়া। জান! কতো করেছি আরাধনা?
     নগদ পয়সা দিয়ে গুনে গুনে ভোট হয়েছে কেনা,
     এতোদিন গোপনে পেয়েছে জনগণ,
     এবার প্রকাশ্যে আমায় দেবে সংবর্ধনা।
ঃ তাতো বটেই, তাতো বটেই।
     পাওয়ার আগেই হিসেব গেছে চুকে,
     দরকার হলে বুকে আপনিই নেবেন ডেকে।
     তা, মনে আছে তো নির্বাচনী ওয়াদা?
ঃ দূর মশাই, তুমিও না, যা তাই!
     অসময়ে বাপ জেনে না ছেলে,
     আর আমি তো জেলে! খালি তুলবো মাছ জালে,
    কে রাখে কার খবর? নামাও চোখের পর্দা।
ঃ কিন্তু স্যার, ওতো খেলে কি করে হবে খনন খাল?
   আপনার এলাকার রাস্তা খাটের অবস্থাও তো বেহাল!
    দেখলাম মাদকেও হয়েছে গোটা অঞ্চল বেসামাল।
ঃ এইতো ভালো, চলাচলে নৌকা-ই হবে ঢাল,
    রাস্তা! করলে কাজ আবার বেরুবে ছাল,
    মাদকেও ফুলেফেঁপে পকেটে উঠবে মাল!
ঃ কিন্তু বছর পাচেক পর!
     সেই আবার তো যেতে হবে দ্বারে দ্বারে!
     আবার তো জিততে হবে ইলেকশন?
ঃ দূর মশাই, দেশের যা অবস্থা!
  তুমি অবুঝ এক্কেবারে! ক'দিন পর সব বুঝবে ধীরে  ধীরে।
     আর তখন তো অটোই হবো সিলেকশন।
ঃ সব-ই তো বুঝলাম।
    এসব কথা শুনলে সবে, মেনেজ হবে কিভাবে?
ঃ কি যে বলো! তুমি কার সাথে চলো?
     পকেটে ডুকলে টাকা,
     সব-ই পরবে ঢাকা।
     আর! দেখলে সাংবাদিক আমি চালাক হবো নির্বাক।
ঃ স্যার, আপনি হয়তো গেছেন ভুলে
    এ অধম প্রামাণীক সেই সাংবাদিক,
    প্রমাণ হলো যোগাড়, জনতায় ধরবো তুলে ময়লার ভাগাড়
   ভয় নেই! করেছে রেকর্ড এ বোকা সব-ই স্ব-বাক।


শোনে কথা, মূর্ছা গেলেন বিজয়ী নেতা!
বুঝলেন ব্যাথা, বলতে নেই সবে বেফাঁস কথা।


১৯/০৯/২০২১
ময়মনসিংহ।