দিনে রাতে উল্লাসে উচ্ছ্বাসে হাতে বাধো দড়ি
পায়ে শিকল দেখাও ভয় বোমায় ভাঙবে বাড়ি!
যদি না শুনি কথা রক্তাক্ত হবে জমিন কাঁথা
আহা! মৃতে করিস পরিহাস পাবোনা ক্ষমা!
বোকা, বন্দুকের নলে বেঁধে রাখা যায় শরীর
বিদ্রোহী মন জাগায় শিহরণ রয়েছে বাহির।


কেড়ে নিয়ে মাটি বাঁধিস আঁটি বানাস ঘাঁটি
মোদের গৃহে মোদের-ই করিস বন্দী পরবাসী,
বুকে রেখে হাত উড়িয়ে পতাকা করেছি শপথ
একদিন আমরাই হাসবো হাসি, ওরে নির্বোধ।
ওরে রক্তপিপাসু নরপিশাচ, জানিস না তুই
মোরা খোদা ভীরু ঠিক-ই তবে কাপুরুষ নই।
১৯/০৫/২০২১
চট্টগ্রাম।