একূলে বসিয়া ভাবে মনঃক্ষুণ্ণ শশুর,
এ কেমন জামাই! ব্যবহার কসুর।
কিছুতেই করে না জিজ্ঞেস, " বাবা,
দিচ্ছেন কাশি, গলা কি বেসুর?
আনিয়া দিবো কি উষ্ণ আদা জল?
লাগিবে আরাম করিলে খলখল,
বলি, রাখুন আস্থা খুব দূঢ় মনোবল
ডাকো বৈদ্য, ওহে ভৃত্য পরিমল।"


অকূলে বসিয়া ভাবে নতুন জামাই,
কোথা দূর্বা-ধান! কোথা শরবত!
করেও না স্বরণ, কখন করিবে বরণ
গিয়াছে কি ভুলিয়া নিয়ম তাবৎ?
গৃহ করিয়া সজ্জা জ্বালায়নি প্রদীপ
আনেনি থালা দই মিষ্টি বাহারি,
পোড়া কপাল, পশুও করেনি জবাই!
শশুর মশাই, এই রইলো আড়ি।


তুলিয়া চক্ষু পর্দা করি যতো কাজ
খুশি, অন্যের যতো খুঁজি দোষ!
কপালে পড়িতো ভাজ পাইতাম লাজ,
মগজে যদি একটু থাকিতো বুঝ।
১/১২/২০২১
চট্টগ্রাম।