জানতে ইচ্ছে করে আলগা হওয়া সুতোর বাঁধনটায়
এতোদিনে কেউ কি দেয়নি অক্সাইড প্রলেপ?
ধরেনি কি তাতে একটু একটু জং?
যায় কি দেখা তার শরীর অল্প অল্প পঁচন?
নাকি তেমনি আছে পরে বদ্ধ ঘরে,
কেবল কিছুটা অবহেলা কিছুটা অনাদরে।
এখনো কি আলোকিত হয়,
সেই সে মায়াময় উড়িরচর স্বপ্ন দ্বীপ
জ্বলে কি তাঁর ছুপড়ি ঘরে নিভু নিভু প্রদীপ?
নাকি এখনো অপেক্ষায়
জ্বালবে বলে আলো করে বারুদের ছল?
জানতে ইচ্ছে করে নিরবে নিভৃতে
হুহু করে কাঁদে কি তাঁর মন
অজান্তেই উঠে কি ভরে জলে তার গাল চক্ষু যুগল?
এখনো কি সে রাঁধে সুজির হালুয়া
খোলা চুলে দাঁড়িয়ে করে অপেক্ষা,
আগের মতোই ঠিক তেমনি অবিকল?
খুব জানতে ইচ্ছে করে কবি!


২৯/০৭/২০২২
চট্টগ্রাম।