বিদায় লগ্নে ঈশান কোনে দেখিয়া মেঘ পুঞ্জি
ভাবিলাম ভিজাইবে দুয়ার ঝড়াইয়া বৃষ্টি,
অঙ্কুরেই ভাঙিয়া ডাল আনিবে কাল মহাকাল
হইবেনা দেখা অচেনা ভূবন অদেখা সৃষ্টি।


এখনই বহিবে উদোম বায়ু উড়াইয়া সূক্ষ্ম ধূলো
ঝড় কাঁদিয়া ডুবাইবে যাত্রা নির্ঘাত অনিবার্য,
দেখিলাম প্রেমময় গগন হাসিলো ঈষৎ মিষ্টি,
বলিলো, "যাও হে পথিক, হাসিয়াছে সূর্য।"


০৫/০২/২০২২
কিশোরগঞ্জ।