বললাম তোমায় নিদটা এলে চোখটি মেলে
ঘুমিয়েই দেখছো স্বপন,
চিমটি কেটে জানান দিলে জেগেই আছো
জব্বর এই জীবনযাপন!


আমি দেখি খাটের উপর তুমি ঘুমাও
লাগিয়ে তুলো কানে,
ঘুম ভাঙে না, বানের জলে বন্যা এলেও
ভাসিয়ে নিলেও চীনে।


তুমি কুম্ভ কুমির সুপ্ত মুনীর
গা বাঁচিয়ে যাও চলে,
যেনো কিচ্ছুটি হয়নি! নিদটাই সব
দেহটা দিয়ে হেলে।


রোজ যে তুমি সত্যটাকে মিথ্যে ভাবো
দাঁড়িয়ে হাসো হো হো....
খুব কি হবে মিথ্যে কথা "জেগেই ঘুমাও"?
মিলিয়ে করো ভোঁ ভোঁ!


২৭/০৬/২০২২
চট্টগ্রাম।