জলে আমার ভীষণ ভয়
সব জলেই আমার ভয়।
ঠান্ডা জলে সর্দির ভয়, গরম জলে পোড়ার ভয়
বৃষ্টির দিনে খড়ের চাল চুইয়ে পড়া জলেও ভয়
আছে নির্ঘুম রাত্রি যাপনের ভয়
শিশির ভেজা পদ্মপাতার জলেও আছে হারাবার ভয়
বিকেল বেলা যে লেকের পাড়ে আমি হাঁটি তাতেও ভয়
ওতে সাপ বিচ্ছু আর হাবিজাবি সব পোকার ভয়,
রাস্তায় পড়ে থাকা জলেও পিছলে যাবার ভয়
কাদা পানির ছিটায় ধলা জামার নোংরা লাগার ভয়।
ঝর্ণার জলে মরার ভয়
পুকুর জলে তলিয়ে যাবার ভয়
পদ্মা মেঘনা যমুনার জলে আছে উত্তাল ঢেউয়ে ডুবে মরার ভয়
সাগরের জলে আছে নুনের ভয়
নাকের জলে অসুস্থ হয়ে কান্নার ভয়
চোখের জল মানে তো সারাজীবন কষ্টে ভাসো নীলে
ও মেয়ে তুমি কোন ছলে আর দিয়োনা ঢেউ আমার প্রেমের জলে।
১৬/১২/২০২১.
ময়মনসিংহ।
(এটি এ আসরে আমার ২৫০ তম কবিতা।)