যে নারী লইয়া জ্বর একশো দুই কাঁপে থরথর
ফোনের ওপারে থাকিয়া শুধায় মোরে তারপর,
           "হয়েছে কি দুপুরের খাওয়া?
             খেয়েছ কি বাতের দাওয়া?
যোয়ো না বাহির ঠান্ডায় আসিবে জ্বর একটু পর।"


একবার ভাবুন, অসুখ যার ধরিয়াছে চেপে টুটি,
চিন্তায় মরি, কি করিয়া সামলাইবে বাচ্চা দুটি!
            আমি নাই কে দিবে দাওয়া?
            জ্বরে পাবে না জলের ছোঁয়া
সেই ভাবে সুস্থ মোরে, অস্থির হয় অসুস্থ ঠোঁট-ই!


২৬/০১/২০২২
ঢাকা।