জীবন অংকের সাথে যতিচিহ্নের খুব মিল!
যতোবারই ঘুরো একই বৃত্তের একই ব্যাস,
পাবে বহমান একই নদীর একই স্রোত
যেন যমজ দুই ভাই কোলন আর কোলন ড্যাস।
কখনো জিরিয়ে নিলে শ্বাস
মনেহয় দুঃখের পাতায় একবার হলো কমা,
কখনো জীবনে এলে ছেদ শূন্য খাতা
দাঁড়িতেই হয় পুরো থামা।
কখনো অযাচিত কোলাহল আকন্ঠ গলাবাজি
পার পেতে ধার করি মনিষীর হুবহু উদ্ধৃতি।
পাওয়া না পাওয়ার প্রশ্নটা এমনিতেই উঠে জীবনে
আবার থেকেও যায় প্রশ্নবোধকে।
দেখো, সুখটা পেলেই হলো কোনমতে লোপ
হিসেবের খাতায় বিস্ময়টা জাগে অপার বিস্ময়ে!
মায়ার বন্ধনীতে তুমি যতোই দাও জীবনে টান
বিকল্পটা কি আর থাকে হারালে প্রাণ?


০৪/০৫/২০২২
ময়মনসিংহ।