১. কাঁচার কাঁচা স্বাদ


কলাবৌ-এর ছলাকলায় কাঁচা ঘুমটা ভাঙিয়ে,
কাঁচপুরের বন্ধু কচি কলা দেখিয়ে কলার ধরে
           কাঁচা রাস্তায় আনলো টেনে,
এসে দেখি! কলার কাদিতে ঝুলছে কাঁচা কলা
এজন্যই লোকে বলে কাঁচা বয়সের বুদ্ধি কাঁচা,
          কাঁচা রঙয়েই তো কলা নেয় চিনে!


কলা তো ছল আসলে দেখাবি তোর কাঁচা পয়সা
না হয় কাঁচা মনটা ভেঙে গুড়িয়ে করে দলা, কেউ
        দেখায় কাঁচা সোনা বলে কাঁচকলা?


ওরে কাঁচা মাথার বন্ধু করিসনে আর কাঁচাকাজ
খাওয়াতেই যদি চাস, আন না কাঁচা মিঠা আম,
             পেড়ে তোর ঐ কাঁচা হাতে?
আমি তোর কাঁচা ঘরের কাঁচা মেঝের উপরে
কাঁচা কাঠের কাঁচা পিঁড়িতে বসে নেব কাঁচার
            কাঁচা স্বাদ কাঁচা রসিকতাতে।


০৪/০১/২০২২
চট্টগ্রাম।


২. অট্টহাসি (প্রথম ট্রায়োলেট)


তোদের দেখে হাসি, হা হা হা অট্টহাসি,
তোরা নষ্ট পঁচা বাসি, দাসী তোরা খাস
বুকে বিঁধিয়ে ছুরি, হাসিস নগ্ন হাসি
তোদের দেখে হাসি, হা হা হা অট্টহাসি।
তোরা সত্য ফেলে মিথ্যায় থাকিস ভাসি
তোরা ফুলটা ছিঁড়ে ফুলের মধু চাস?
তোদের দেখে হাসি, হা হা হা অট্টহাসি,
তোরা নষ্ট পঁচা বাসি, দাসী তোরা খাস।
০৫/০১/২০২২
চট্টগ্রাম।
(ট্রায়োলেটটি শ্রদ্ধেয় কবি মার্শাল ইফতেখার আহমেদ এর অনুপ্রেরণা ও দিক নির্দেশনায়  চেষ্টা করা। হয়েছে কিনা জানিনা।)