হররোজ যখন সূর্য ডুবে সন্ধে নেমে
কিরণ লাগে গালে!
তোমায় দেখে আগুন জ্বলে পক্ষীকূলে
ঝগড়া লাগে ফুলে।


গয়না বিনে ফর্সা চরণ দাড়াও যখন
দূয়ার খানি খুলে,
চাঁদ টা তখন হয় উতলা জড়ায় ধরে
জোছনা টুকু মেলে।


সূর্য ভায়া দিনের বেলা পুড়িয়ে সব
তোমায় রাখে ঢেকে,
আমি হলাম ছাই নস্যি শব দুস্থ মানব
কেমনে চাইবো তোকে?


০৭/০৭/২০২২
চট্টগ্রাম।