হে বিধাতা, তুমিই তো দাও অন্ন বস্ত্র ভবে, তবে
আজ অশান্ত কেন ধরনী, তোমার হলো কি আজ?
তোমার ছায়ায় কি করে আঁকিছে ছক অশান্তি!
কেন অমানুষের দল দুঃকর্মে পায় না চক্ষু লাজ?


কেন খরতাপে পুড়ে শরীর মাটি হয় রুক্ষ চৌচির?
কেন মানুষের বিবেক এখন মৃত আঁখি হয় শকুন?
কেন ভালোটাকে ভাবে সেকেলে মন্দে দেয় ধোকা?
কেন মানুষ নিজেকে জ্বালাতে নিজেই ধরায় উনুন?


কেন পাখিরা উড়ে না? কেন আকাশ হয় ব্যাকুল?
কেন মানুষেরা কবিতা রাখে তুলে সব হাসি ভুলে?
কেন পুষ্প বৃক্ষে দেখি কাঁটা, দেখি না শিউলি শিমুল?
কেন খুঁজে না মিষ্টি গন্ধ সদানন্দ সুহাসিনীর চুলে!


কেন বৃক্ষের ছায়া জুড়ায় না অন্তর হয় না শীতল ?
কেন বাতাসে লাগে না প্রশান্তি মনে উড়ে শঙ্খচিল?
তোমার কি হলো ধরণী, তুমি বিষ করো উদগীরণ?
দোহাই তোমার রক্ষে করো হে মালিক বিশ্ব নিখিল।
২৩/০৫/২০২১
চট্টগ্রাম।