আমাকে দেখে যে তুমি
হাসছো, দেখাচ্ছো দাঁতের পাটি?
আমি কি আর ছোট্ট খুঁকি
জানি তো, এর পিছনে কে নেড়েছে কলকাঠি!


তোমার জন্য রাঁধতে গেলাম খাটা*
কি করে হলো ওমন মিঠা!
নুনের বদলে তুমি যে দিয়ে রেখেছো চিনি,
এখন পাচ্ছি টের কেন রান্না ঘরে লেগেছিলে আমার পিছে আঠা।


আমার নাকি রাঁধতে হয় অনেক কষ্ট!
আমি নাকি চোখের জলে নাকের জলে আঁচল করি নষ্ট!
তখন তো বুঝিনি মিঠো সুরে কেন বাজাচ্ছো ঢোল!
কেন ওতো ঝুড়ি ঝুড়ি বুলি মুখে সুমিষ্ট!


-২৫/০৬/২০২১
ময়মনসিংহ।
*খাটা/খাট্টা ঃ এক ধরেনর টক জাতীয় রান্না করা খাবার। সাধারণত ছোট মাছ, জলপাই দিয়ে ঝোল রান্না করে।