.                             খুব ক্ষিদে পেয়েছে,
  একমুঠো চাল আর অল্প ক'টা মুসুরির ডাল
              রাইসকুকারে চরিয়ে দিলেই কিন্তু
                      নির্বিঘ্নেই হয়ে যায় খিচুড়ি!
    পেঁয়াজ কুঁচি কাঁচা লঙ্কায় একটা ডিম বাজি
      আমার কাছে ওটাই স্বাদের খুব আহামরি!
             তবু রান্নার ইচ্ছেটা এখন আর নেই,
     জাগতে জাগতেই কখন যেন গেল ঘুমিয়ে!
    কফি খেতে গিয়ে দেখি দুধ চিনি সব আছে      
                           শুধু মগটা-রই বেখবর,
                    ঠিক, কোথাও আছে লুকিয়ে।


.            কিছু ভাল্লাগছে না ভাবতে ভাবতেই
                        বারান্দায় এসে দাঁড়ালাম।
          শূন্যে পা দুলিয়ে রিভলভিং চেয়ারটায়
            ঝিম মেরে বসে রইলাম অনেকক্ষণ,
                          খুঁজলাম জীবনের মানে!
          দেখলাম মেঘটা সরিয়ে সূর্যটা হাসছে
  ইশারায় বললো তুমি তো বেশ আছো সুখেই,
            দেখলাম, শিশির ভেজে শিউলি ফুল
         হাসতে হাসতে লুটিয়ে পড়লো মাটিতে
    জন্ম না-কি সার্থক হয়েছে আমাকে দেখেই।
      দলবেঁধে উড়ে যাওয়া পাখিদের দলপতি
      প্রলুব্ধে চেয়ে রইলো একটানা অনেকক্ষণ
           মন ভালো করার সে কি মিষ্টি চাহনি!
       পাশের বাসার মিনি বিড়ালটা কখন এসে
       আদর চেয়ে লেজ নাড়ছে টের-ই পাইনি!


                বুঝলাম ক্ষিদে জিনিসটাই অদ্ভুত
          অভুক্ত থাকলেও খেতে ইচ্ছে করে না
   আবার মন ভরতেও খাবারের অভাব হয় না।


১২/০৫/২০২২
চট্টগ্রাম।