খোকা নাকি ভীষণ ভালো
একটু কেবল ত্যাড়া,
লেখাপড়ায় খারাপ হলেও
দুষ্টমিতে সেরা।


ফেল করে সে খুব হেঁসেছে
শাসন পেয়েও কড়া,
একটু পরে খোঁজ মিলেছে
শ্মশান ঘাটেই মরা।


গনি মিয়ার কুল বাগানে
মারে বড়ো ঢিল,
ধরা পরে মার খেয়েছে
পিঠ ছুঁয়েছে কিল।


ঘরের চালে আচার চুরি
পরের গাছের কলা,
কোন কিছু বাদ রাখেনি
খেয়েও কানের মলা।


আমড়া গাছের ডালটা ভেঙে
গাছ করেছে ন্যাড়া,
দাদুর ক্ষেতের ক্ষীরা চুরি
ফের ভেঙেছে বেড়া।


দস্যি পনায় এমন ছেলে
কার-বা বলো চাই,
অলস কেবল খাবার খেতে
তাহার জুড়ি নাই!


০৫/১০/২০২২
চট্টগ্রাম।