.    যে ঘরে মোর থাকতো খুকি
হাসতো খেলতো; খেতো খাদ্য খানা,
       জানলা খুলে চুপটি করে
রাতে জোছনা; নিত্য দিতো হানা।


       সেই হাসিটা ভীষণ দামী
    মুক্তো সম! লক্ষ টাকা আনা,
     মিলতো কেবল কাছে পেলে
ফুল পাখি আর ঘাস ফড়িং এর ছানা।


      গাছের ডালে খোলা চুলে
দোলতো যখন, হাত-পা ছুঁড়ে ডানা,
     সূয্যি মামা থাকতো চেয়ে
বাসতে ভালো চাঁদের ছিলো মানা!


       সেই ঘরটা শূন্য এখন
কেউ আসে না বাপটা বলে ডাকি
    রইলো না আর বুঝতে বাকি
   স্বপ্ন ওটা, সবটা ছিলো ফাঁকি।


১৪/১০/২০২২
ময়মনসিংহ।