.            ছোট্ট এ জীবনে পেয়েছি অনেক বেশি
.     যেন দুঃখটাকে মনে হয়েছে অচেনা পরবাসী
.                                 অনেক অনেক দুখী।
.   আধো আধো কতো বোল অমৃত ঠেকেছে বাণী
.    ছুঁয়েছে মন থেকেছে পাশে সদা তার মুখখানি
.                       জগতে আমি সবচেয়ে সুখী।


.    যখন ধরেছে আঙুল কোমল হাতে মাথার চুল
.হেঁসে হেঁসে মিষ্টি বোলে কতো হয়েছে বুঝার ভূল
.                     তবু কেড়েছে মন স্বয়নে স্বপন,
. দূর থেকে দেখে আদর মাখা মুখে দিয়েছে হেঁসে
. কাছে এসে যখন দিয়েছি চুমু গালে ভালোবেসে
.               শান্ত হয়েছে মন রেখে নয়নে নয়ন।


.যেদিন সেজেছি ঘোড়া, সাওয়ারী তুঁই আনকোরা
.   হেঁসে হেঁসে হয়েছে খুন, বলেছে,"দৌড়া ঘোড়া।"
.            ভেবেছি কতো, যেন আর না হয় থামা,
.     কাঁধেতে চড়ে কতো এসেছিস পাড়াময় ঘুরে
.বাসায় ফিরলে কতো উঠেছিস কোলে ভোঁ দৌড়ে
.       চলে আয় খুঁকি, হয়ে যাক আরেকবার মা।


২৬/০২/২০২১,
মিরসরাই, চট্টগ্রাম।