তুমি এলোমেলো করে আমার চুল
ধরলে যখন আমার ইচ্ছে ভুল,
মিষ্টি হেসে আমার পিঠে তোমার কিল
কি করে ভুলি?


সন্ধা হলে নদীর জলে ছুঁড়ে ঢিল
কেন ধরো গো বুঝা মুশকিল!
হেসে বল, "হোক সকাল",
আসলে সান্নিধ্যটা কি করে ভুলি?


অনেক খুঁজে এনে দিলে নুন তেঁতুল
তুমি একগাল হেসে বল খাবে কুল,
ফর্সা গালের টোল পরা সেই হাসি
বল, কি করে ভুলি?


বই মেলায় তুমি খোঁজ শরৎচন্দ্র সুনীল
আমি খুঁজি মুচি ছিড়েছে স্যান্ডল,
তাই দেখে তুমি হাসো খিলখিল,
বল, সে-ই হাসি কি করে ভুলি?


তুমি যখন সাদা আকাশে দেখ চিল
মুগ্ধতায় চেয়ে থাকো অনাবিল,
আমি দেখি তোমার কালো তিল,
বল, সে-ই তিল কি করে ভুলি?


এতো পাওয়ার জীবনে এতো মিল
তোমাকে না পাওয়াই হলো অমিল,
তোমাকেও হয়তো ভুলে যাওয়া যাবে
কিন্তু ঐ হাসি! কি করে ভুলি?
২১/০৪/২০২১
ময়মনসিংহ।