আমি এগারো শত ফুট উঁচু পাহাড়ে উঠেছি শীর্ণ শরীরে
পড়েনি কোথাও চাপ,
হিমালয়ের চুড়োয় পৌঁছে ঠান্ডায় জমে গেছি
প্রয়োজন হয়নি উত্তাপ।
আমি চাক্ষুখ দেখেছি কাল বৈশাখী ঝড় আর তান্ডব
আমি জানি কিভাবে ঝড়ের সাথে লড়তে হয়।
আমি দেখেছি প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত মাঠ, শহর গোটাপদ
কিভাবে করে গ্রাস!
তাই নিতে শিখে গেছি তার পূর্বাভাস।
আমি কালো মেঘ দেখে বলে দিতে পারি
কখন নামবে বৃষ্টি কখন ভিজাবে কৃষ্ণচূড়া আর তার ডাল,
আমি ঘড়ি দেখে বলে দিতে পারি
কখন সময় অসময় আর কখন মহাকাল।
এতোকাল পরেও আমি অক্ষম পারিনা বলতে
নারী তুমি স্বর্গে থেকেও কেন কাঁদো,
বিত্ত ছাড়াও কিসে তোমার মিটাবে অভাব?
কিসে তুমি বাঁকো,
নাকি বাঁকা হওয়াটাই তোমার স্বভাব?
২৮/১১/২০২০