শোনবো না মানা, তোরা যে যাই বলিস ভাই,
ইহ জন্মে, কবি হওয়া আমার চাই-ই চাই।
ফুরিয়ে কালি, লিখিও যদি কবিতা দুই হালি
পাবো যশ খ্যাতি অর্থ, সঙ্গে আরো কতো কি!
দেখাবো তোদের, আমার লেখায় হবে অবাক
রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল বা সব্যসাচী।
হয়োনা অবাক! লিখতে গিয়ে "রাজার ঋণ"
বানান বিভ্রাটে যদি হয়ে যায় "রাজার বীণ",
বড়জোর, সিপাহীর জায়গায় আসবে সাপ
পাঠকের বুঝতে হবে ঋষির ছিলো অভিশাপ।
চরণ স্তবক স্বরবৃত্ত মাত্রা সনেট সব গুলিয়ে,
বোকা বানিয়ে পাঠক, কবিতায় দেবো খাইয়ে।
আ-কার উ-কার দন্ত্য-ন মূর্ধন্য-ণ, ওসব ছাড়ো
ছন্দ লাগে মন্দ, কবিতায় আসেনা একবারও।
কবি হবার আরো আছে উপায়, নেই অজানা
বুঝবে তুমি, কবিতা পাঠে লাগবে যখন চেনা।
আমায় দিচ্ছো উপদেশ! শোনাবে, "এ অন্যায়"?
তুমি তো ভারি ইয়ে, দেখো পথ অনুরোধ সন্ধায়।
কবি হতে বাঁধা! আছে আরো এক ছোট্ট ধাঁধা
সাহিত্যে তোমার ভায়া ছাড়তে হবে জায়গাটা।
২০/১১/২০২১.
ভারত।
(বিদ্রঃ এমন কবি হতে আমি চাই না। যারা চায় তাদের জন্যই লেখা।)