লাশটা পড়ে আছে তিন দিন রাস্তার মাথায়,
জনে জনে এসে দেখে সবাই দিয়েছে সায়,
"দাও পুড়িয়ে, নেই জানা জাত পাত কায়।"
প্রতিবাদে মিলল ক'জনা একই সুর গলায়,
"উঁহু, দিতে হবে জানাযা উঠাও খাটিয়ায়।"
কেউ বলল,"কি দরকার, ছড়িয়েছে দুর্গন্ধ,
বন্ধ করে দাও, শেষ হোক সব মাটি চাপায়।"
জানলো না অধম, কতো মেধা নিরবে হারায়
কতো ফুল যায় ঝড়ে কতো জলা জংলায়,
যায় না চেনা থাকেই অজানা মৃত চেহারায়
দেহটা মরে সৌরভ রাখে তাঁর কত কবিতায়!
-১৬/০৮/২০২১
চট্টগ্রাম।