ওহে কবি,
লিখছো তো দেখি লতা পাতা সবি।
তুমি লিখছো বেশ, তবে..
তবে তোমার কবিতার ভাষা অতি সাধারণ।
হেতু কি তার? রয়েছে কি অন্য কোন কারণ?
বলা যাবে আমায়?
নাকি রয়েছে কারো কোন বারণ?
আমায় দেখ, লিখি কি জম্পেশ!
কি তার শব্দ চয়ন!
আর তুমি কি লিখ, ছড়া না কবিতা!
তাইতো বুঝা দায়?
আরবি কি ফার্সি, ইংরেজি বা সংস্কৃত
সবাই আছে আমার জানা,
তুমি কি হে ভাই
লিখো কেবল বঙ্গ খানা!
ওহে কবি,
তোমার যদি থাকে কোন ভাষা ভীতি ভয়
আমার কাছে এসো,
সংস্কৃত টা আমি শিখিয়েই দেব রেখো না সংশয়।
ওহে কবি,
তুমি ভীষণ বোকা ভারি,
এক-ই কবিতায় পংক্তি মালা
বড্ড বেশী তোমার, লিখ সারি সারি।
আমায় দেখ, আমি যা লিখি
গোটা কয়েক লাইন চারেক,
তাইতো পাঠ্যোদ্ধার করিতে পারে না
পড়িতে ভাঙ্গে পাঠকের দাঁত দুয়েক।


শুনে আমি হাসি।
শুন ভাই, আমার কবিতা তোমার জন্যে নয়,
আমায় যে ভালোবাসে কেবল তার জন্যই হয়।
আর ভাষা?
সাধারণে যা বুঝে তাইতো হবে?
লাগলে ভালো কারো তবেই তো মনে রবে।
২৬/০৯/২০২০