ইদানিং কালে সম্মানিত অনেক কবির কবিতায় দেখি  কেবল মাত্র লাইন সংখ্যা বাড়ানো বা কবিতা কাঠামো সুন্দর দেখানোর জন্য একটা লাইনকে ভেঙে দুই লাইন বা ততোধিক করা হচ্ছে। কিন্তু অর্থের দিকে মোটেই লক্ষ্য রাখছেন না। আমি জানি না এটাতে কি কবিতা কবিতার মর্যাদা সত্যি-ই বৃ্দ্ধি পায়!


"তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদ্বার
      বসি বাতায়নে
সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি
      ভেবে দেখো মনে–"
-১৪০০ সাল(রবীন্দ্রনাথ ঠাকুর)


উপরের লাইন গুলো দেখুন, প্রত্যেকটাতেই কবির ভাব বা কাব্যিকতা বুঝা যায়। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে যাবার সময় কিছুটা সময় নিলেও তাতে ভাবটা বুঝাতে কোন সমস্যা হচ্ছে না। কিন্তু যদি নিচের মতো করে তিনি লিখতেন, তবে?


তবু তুমি একবার খুলিয়া
           দক্ষিণদ্বার বসি বাতায়নে
সুদূর দিগন্তে চাহি কল্পনায়
           অবগাহি ভেবে দেখো মনে–


তবে কি অর্থটা স্পষ্ট হতো। প্রথম লাইনেই মনে হতো "কি খুলে?" দক্ষিণদ্বার শব্দটাও দ্বিতীয় লাইনে সামঞ্জস্যপূর্ন নয়।


আমার মনে হয় আমি কিছুটা বুঝাতে পারছি আপনাদের। আমাদের কি উচিত নয় কবিতা লেখার সময় বিষয় টা ভাবার!